ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বেনাপোলে ৪০ স্বর্ণের বারসহ যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০টি স্বর্ণের বারসহ সজিব হোসেন (১৯) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত ৫ কেজি ওজন সোনার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।  

শুক্রবার সকাল ১০ টার দিকে তাকে আটক করা হয়। এসময় পাচারের কাজ ব্যবহৃত  একটি মটরসাইকেলও জব্দ করা হয়।

আটক সজিব যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে বারপোতা সীমান্ত দিয়ে ভারতে পাচার করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বারপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ সজিবকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার শরীর তল্লাশি করে ৫ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার পায়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃত সজিবকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি