ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

বৈঠকের সিদ্ধান্ত মানছেন না সাধারণ শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৩৭, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কোটা সংস্কারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শাহবাগে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যায় বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ফিরে প্রতিনিধি দলের নেতা হাসান আল মামুন আন্দোলন স্থগিত রাখার বিষয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জনান। এ সময় উপস্থিত শত শত শিক্ষার্থী ‘মানি না, মানবো না’- বলে স্লোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। একই সাথে গ্রেফতারকৃতদের মুক্তি, রাতে লাইট বন্ধ করে ঢাবি ছাত্রীদের উপর পাশবিক নির্যাতনসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এদিকে ঢাবির টিএসসিতে এখনো শত শত শিক্ষার্থী অবস্থান করছেন। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টিআর/এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি