ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ব্যক্তিগত তথ্য প্রকাশ: বড় জরিমানার গাড্ডায় ইনস্টাগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৭ সেপ্টেম্বর ২০২২

গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করায় মোটা অংকের জরিমানার মুখে পড়েছে ইনস্টাগ্রাম। 

রয়টার্স জানিয়েছে, কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য ভুলভাবে পরিচালনা করায় মেটা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডাটা সুরক্ষা কমিশন, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২০০ কোটি টাকা।

ইনস্টাগ্রামের বিরুদ্ধে অভিযোগ, তারা ১৩-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অনুমোতি ছাড়াই প্রদর্শন করেছে।

তবে মেটা কর্তৃপক্ষ এ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

এক ডাটা সায়েন্টিস্টের অনুসন্ধানে সর্বপ্রথম বিষয়টি ওঠে আসে। এই অনুসন্ধানে দেখা যায়, ব্যক্তিগত আইডিগুলোকে যখন বিজনেস আইডিতে রূপান্তর করা হয়, তখন ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য ইনস্টাগ্রামে উন্মোচিত হয়ে যায়। অর্থাৎ অন্য ব্যবহারকারীরা সেই তথ্য দেখতে পান।

এই প্রতিবেদনে আরও বলা হয়, যেসব কিশোর-কিশোরী ব্যবহারকারী তাদের বিজনেস অ্যাকাউন্ট সুইচ করেছে, তাদের কন্টাক্ট ইনফরমেশন ইনস্টাগ্রাম অনুমোতি ছাড়াই প্রদর্শন করেছে।

এদিকে মেটার একজন কর্মী বরছেন, ডাটা সেন্টারের অনুসন্ধানটি ইনস্টাগ্রামের পুরনো সেটিংসের ওপর করা হয়েছে। এটি প্রায় এক বছর আগে উন্মুক্ত করা হয়েছিল। বর্তমানে শিশুদের তথ্য অধিকার ও ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে ইনস্টাগ্রাম আরও নিত্য নতুন ফিচার আনছে।

মূলত ১৮ বছরের কম বয়সী যে কেউ ইনস্টাগ্রামে যুক্ত হলে তার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত হয়ে যায়। ফলে তারা কী পোস্ট করে তা তারা জানে এবং প্রাপ্তবয়স্করা তাদের অনুসরণ করে না, এমনকি অন্য কিশোরদেরও বার্তা দিতে পারে না।

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি