ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ব্যবসায়ীদের ভোগান্তি সব সেক্টরেই আছে: এনবিআর চেয়ারম্যান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১০ অক্টোবর ২০২০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘ব্যবসায়ীদের ভোগান্তি শুধু এনবিআরে নয়, তাদের সব সেক্টরেই সমস্যার মুখে পড়তে হয়। তবে একদিনে এর সমাধান করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোন কোন ক্ষেত্রে একজনের সমস্যা, কখনো গোষ্ঠীর। তবে এই সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উত্তোরণের পথ খুঁজতে হবে।’ 

আজ শনিবার সকাল ১০টায় মোংলা কাস্টম হাউজের অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

মোংলা কাস্টম হাউজ আধুনিকায়নের প্রক্রিয়ায় আছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন,‘শুল্ক গোয়েন্দা অফিস মোংলায় স্থানান্তর করা হবে। শুল্ক গোয়েন্দা অফিস এখনও খুলনায় থাকায় ব্যবসায়ীরা ভোগান্তি থেকে বের হতে পারছেন না।’ 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম, সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকদার ও খন্দকার আমিনুর রহমান। কাস্টম হাউজের অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন মোংলা কাস্টম হাউজের কমিশনার মো. হোসেন আহম্মদ। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি