ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ব্যবসায়ীর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩২, ১৪ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জের কামারখন্দে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চালসহ আল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা কামারখন্দের হাঁট খোলার একটি গোডাউনে অভিযান চালিয়ে এ চালসহ তাকে আটক করেন। আটককৃত আল মাহমুদ উপজেলার কামারখন্দ গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, ‘কামারখন্দ বাজারে মেসার্স মেহেদী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে সরকারি চাল মজুদ রয়েছে, এমন তথ্য জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ৩৫ বস্তা চালসহ আল মাহমুদকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-সহকারী খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।’

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘চালসহ আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি