ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

ব্যাপক হারে টিকা নিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ডায়েবেটিকস, অ্যালার্জি, উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগ থাকলেও করোনার ভ্যাকসিন নেয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেন্দ্রগুলোতে বেড়েছে গ্রহিতাদের চাপ। বিমান বাহিনীর মেডিকেল সেন্টারে সামরিক বাহিনীর সদস্যদের সাথে বেসামরিক নাগরিকদেরও টিকা দেয়া হচ্ছে। অপপ্রচার উপেক্ষা করে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। 

এদিকে, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসছে বলে জানিয়েছেন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি।

অপপ্রচার উপেক্ষা করে ব্যাপক হারে টিকা নিচ্ছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল সেন্টার সামরিক বাহিনীর সদস্যদের সাথে টিকা দেয়া হচ্ছে সাধারণ মানুষকেও। পরিপার্টি ও সুশৃংখলভাবে সেবা প্রার্থীদের ভ্যাকসিন দিচ্ছেন বিমান বাহিনীর বাশার বেইজ মেডিকেল সেন্টারের সদস্যরা। এখানে টিকা নিতে এসে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। অন্য সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তারা।

টিকা গ্রহিতাদের মধ্যে একজন বলেন, ব্যবস্থাপনা ভালো, সিস্টেমেটিক। তবে আমি নিজেই সুরক্ষা পেলে হবে না, অন্যদেরকেও নিতে হবে। সবারই টিকা নেয়া উচিৎ। আরেক নারী বলেন, বিশ্বাস করেই টিকা নিতে এসেছি, আমার কোনও ভয় ছিলো না। এটা এতো সহজেই হয়ে গেছে, এখানে এতো সুন্দর ব্যবস্থা যে, আমি কোনও অসুবিধা ফিল করিনি।

এদের মতোই টিকা নিয়েছেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়ূষ বন্দোপধ্যায়, বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কর এবং তার পরিবারের সদস্যরা। তারা জানান, যারা অপপ্রচার কারছে তারা ষড়যন্ত্রকারী।

পিয়ূষ বন্দোপধ্যায় বলেন, আমি মনে করি- এই গুজবগুলো ষড়যন্ত্রের অংশ। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে আমরা খুব অল্প সময়েই ভ্যাকসিন পেয়েছি। যারা এই গুজব ছড়িয়েছে তারা বাংলাদেশের মানুষের ভালো চায় না। অথচ যারা এই গুজব ছড়িয়েছিল তারাই আজ গণমাধ্যমে দেখেছি ভ্যাকসিন নিতে।

এদিকে, বিমান বাহিনীর বাশার বেইজ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার জানান, দিন দিন টিকা নেয়ার প্রবণতা বাড়ছে। তিনি বলেন, কোনক্রমে এসএমএস না পাওয়া বা রেজিস্ট্রেশন করতে যদি কারও অসুবিধা হয়, তাদের জন্য একটি হেল্প ডেস্কের ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনও সমস্যায় কার্যকর সমাধানের ব্যবস্থাও রাখা আছে।

এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়বেটিকসসহ অন্যান্য রোগীদের আগে টিকা নেয়ার পরমর্শও দেন এ চিকিৎসক। তিনি বলেন, ডায়েবেটিকস, অ্যালার্জি, উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগ থাকায় যারা সন্দিহান, তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে হবে। 

এদিকে করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আরও করোনা টিকা আসছে বলে জানান তিনি।

রাজার বাগ পুলিশ লাইন কেন্দ্রে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। টিকা গ্রহণ শেষে এক বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাব। আসলে অবস্থাটা এখন সেরকমই, সারা বাংলাদেশের মানুষ এখন কিন্তু ভ্যাকসিন পাচ্ছে এবং সবাই নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিচ্ছে।

ভিডিওতে দেখুন- 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি