ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২২ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৩৬, ২২ জুলাই ২০১৯

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

২২ জুলাই সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামছ জগলুল হোসেন মামলাটির শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ-সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
 
এরআগে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভাসানটেকের বাসিন্দা গৌতম কুমার এদবর। আদালতে বাদীপক্ষে আইনজীবী ছিলেন এড. সুমন কুমার রায়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। যে কারণে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি