ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যার্থতা ঢাকতে এবং দৃষ্টি অন্যদিকে নিতেই বিএনপিরকে উপর দোষ চাপাচ্ছেঃ রিজভী

প্রকাশিত : ১৮:৩৬, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ২৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সাম্প্রতিক হত্যায় সরকার জড়িত উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নিজেদের ব্যার্থতা ঢাকতে এবং জনগনের দৃষ্টি অন্যদিকে নিতেই বিএনপির উপর দোষ চাপাচ্ছে সরকার। বিএনপির নয়া পল্টেন কার্যালয়ে সংবাদ সম্মেলনে কলাবাগানে বিদেশী কর্মকর্তা হত্যাসহ সাম্প্রতিক হত্যার নিন্দা জানিয়ে রিজভী বলেন, কোনরকম তদন্ত ছাড়া দলের সর্বচ্চ পর্যায় থেকে একটি দলকে উদ্দেশ্য করে দেয়া বক্তব্য ঠিক নয়। তিনি বলেন, যে হত্যার ঘটনা ঘটেছে তাতে সরকারই জড়িত। সরকার নিজেদের ব্যার্থতা ঢাকতেই প্রকৃত হত্যাকারীকে না খুজে অন্যের উপরে দোষ চাপাচ্ছে। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান সরকার লুট, হত্যা,ও চুরি করে জয়ী হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি