ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ব্রক্ষপুত্র নদ দখল করে মাছের ঘের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৫২, ৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা ও কালী নদী দখল করে বাঁশ, গাছের ডালের বেড়া দিয়ে মাছের ঘের তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে এ’সব মুক্ত জলাশয়ে মাছ শিকার করতে পারছে না সাধারণ জেলেরা। এতে মৎস্যজীবীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিঘ্ন ঘটছে নৌযান চলাচলে।

এই দৃশ্য ব্রহ্মপুত্র, মেঘনা ও কালী নদীর মতো মুক্ত জলাশয়ের। নদী দখল করে তৈরি করা হয়েছে সহস্রাধিক মাছের ঘের।

১৯৯৬ সালে স্থানীয় জেলেদের দাবির মুখে স্রোতস্বিনী মেঘনা নদীকে প্রান্তিক জেলেদের জন্য উন্মুক্ত করে দেয় সরকার। কিন্তু মেঘনার ৪০ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে ২শ’ ৫৪টির বেশি মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালীরা। ফলে, জাল নিয়ে নদীতে নামতে পারে না মৎস্যজীবীরা। একই অবস্থা পুরাতন ব্রহ্মপুত্র ও কালী নদীতেও।

মাঝ নদীতে ঘের স্থাপন করায় সরু হয়ে গেছে নৌ পথ।

অবৈধ ঘের স্থাপনের বিষয়টি স্বীকার করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানালেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ঘের উচ্ছেদ করে জলাশয় উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি