ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

ব্লগার রাজীব হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৪:২১, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রোববার ১৬৩ পাতার রায় সুপ্রিম কোর্টেরর ওয়েব সাইটে প্রকাশ হয়।
ব্লগার রাজীব হত্যার মামলায় দুই জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন ঢাকার দ্রত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ। গত বছর ৩১ ডিসেম্বর এই রায় দেন আদালত। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আসামিরা আপিল করে। শুনানি শেষে ২ এপিল হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপ ও রেদোয়ানুল আজাদ রানার মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। রানা পলাতক রয়েছেন। মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন সাজা দেয়া হয়।  তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।  যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে রাজধানীর পল্লবীতে তার বাসার সামনে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কুপিয়ে হত্যা করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি