ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ভবঘুরের আড্ডাখানা ফুট ওভারব্রিজ (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১৪:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২

ফুটওভার ব্রিজে ভবঘুরে। তাদের দাপটে অস্থির নগরবাসী। আছে পকেটমার, ছিনতাইকারী আর ছিঁচকে ডাকাত। 

ব্যস্ততম রাজধানীর অতি ব্যস্ত মানুষ। প্রত্যেকেই ছুটছেন নির্দিষ্ট গন্তব্যে। রাজপথের ঝক্কি এড়াতে পার হন ওভার ব্রিজ। কিন্তু সেখানেও ঝামেলার শেষ নেই। 

অধিকাংশ ওভার ব্রিজে ভরপুর ঝুঁকি আর অশান্তি। দিনে হকারদের দৌরাত্ম। আর সন্ধ্যার পর বাড়তে থাকে ভবঘুরের সংখ্যা। 

এক পথচারী বলেন, "ব্রিজের ওপর যদি নেশা করে, পায়খানা করে চলাচলে জন্য খুব সমস্যা হয়।"

আরেক পথচারী বলেন, "কিছু লোক গাঁজা খায়, আবার ছিনতাইও হয়।" 

অনেকগুলো ওভারব্রিজের ছাউনি নেই। তবু ঝুঁকি মাথায় নিয়েই পার হন রাজধানীবাসী। ফুটওভারব্রিজ পার হতে যাওয়া আরেক পথচারী বলেন, নারী পথচারীরা সন্ধ্যার পর খুব বিপদে না পড়লে ব্রিজে ওঠেন না।"

বেশিরভাগ ওভারব্রিজে নেই পর্যাপ্ত আলো। অন্ধকার নামতেই বাড়ে বখাটের উৎপাত। এক পথচারী বলে, এতো কষ্ট করে ব্রিজ বানালেও লাইট না থাকায় রাতেদর বেলা কোনও কাজেই আসেনা ফুটওভার ব্রিজ।" 

ভূক্তভোগীরা বলছেন, রাতের পুরোটাই ওভার ব্রিজে সময় কাটায় ভবঘুরে আর ছিনতাইকারী। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি