ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

চাকা ঝুলছে খাদে, সংকীর্ণ রাস্তায় ১৮০ ডিগ্রি গাড়ি ঘোরালেন চালক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৫২, ২৪ জানুয়ারি ২০২২

ছবি: টুইটার

ছবি: টুইটার

একটু এদিক-ওদিক হলেই কয়েকশো ফুট গভীর খাদে আছড়ে পড়বে গাড়ি। খুব বেশি হলে পাঁচ ফুটের একটি পাহাড়ি রাস্তা। রাস্তার ধারের রেলিং নেই বললেই চলে। এমনই রাস্তায় দক্ষতার সঙ্গে গাড়ির মুখ উল্টোদিকে ঘুরিয়ে দুর্ঘটনার  হাত থেকে রক্ষা পেলেন ওই গাড়ির চালক।

ভিডিওটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। পাহাড়ি রাস্তায় তো অনেকেই গিয়েছেন গাড়িতে। দক্ষ চালক না হলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো যে কতটা কঠিন তা বহু চালক হাড়ে হাড়ে টের পান। সাহস তো বটেই, তার সঙ্গে দক্ষতা জুড়ে গেলে অনেক কঠিন চড়াই উতরাইও সহজ মনে হয়।

এই ভিডিওতে যে গাড়িচালককে দেখা যাচ্ছে তার কাছেও যেন বিষয়টা নস্যির মতোই। যদিও একটু এদিক-ওদিক হলেই জীবন শেষ হয়ে যেতে পারত। এক দিকে পাহাড়ের ঢাল, অন্য দিকে কয়েকশো ফুট গভীর খাদ। তার মাঝে পাঁচ ফুটের একটি রাস্তা। আর সেই রাস্তায় যে ভাবে গাড়ি ঘোরালেন চালক তা সত্যিই অবিশ্বাস্য।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি