ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশেষজ্ঞ টিম

ভবনগুলোতে অগ্নি প্রতিরোধের কোন ব্যবস্থা ছিলো না

প্রকাশিত : ১১:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:১৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করছে ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।

আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশেষজ্ঞরা জানান, আগুনে ৫ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনগুলোতে অগ্নিনির্বাপকের ব্যবস্থা না থাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলেও জানান তারা। তারা বলেন, কেমিক্যালের কারণে আগুনের ভয়াবহতা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।

এই টিম আগুনে পুড়ে যাওয়া ভবন এবং আশপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো কতটা ঝুঁকিপূর্ণ তা পরিদর্শন করেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের কমিটির সদস্যদের সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনসহ দুর্ঘটনার সার্বিক বিষয় সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে এ কমিটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী এই কমিটির নেতৃত্ব দেবেন।

কমিটিতে সদস্য হিসেবে ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান, ঢাকা জেলার একজন অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুগ্ম সচিব পযায়ের একজন কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপপুলিশ কমিশনার। কমিটিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস, কারণ ইত্যাদি সার্বিক বিষয় সরেজমিন তদন্তপূর্বকে সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, চকবাজারের আগুনে নিহত ৬৭ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা গেলেও শনাক্ত না হওয়া ২২ জনের মরদেহ ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি। শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে ৪০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ১৪ জনকে আজিমপুর কবরস্থানের দাফন করা হয়েছে। অগ্নিদগ্ধদের মধ্যে যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন,তাঁদের অবস্থা আশঙ্কাজনক।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি