ভাংচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনের জামিন আবেদন নাকচ
প্রকাশিত : ১৯:৪৫, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ২১ মে ২০১৭

পাবনার ঈশ্বরদীতে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার ভূমিমন্ত্রীর ছেলে তমাল শরীফসহ ১১ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার বেলা সাড়ে বারোটার দিকে আসামিদের অনুপস্থিতে জামিন শুনানী শেষে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। একটি মামলায় জামিন হলেও তমাল শরীফের বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় তাকে জামিন দেয়া হয়নি। এছাড়াও অন্য আসামিদের বিরুদ্ধে আরো দুটি করে মামলা রয়েছে বলেও জানা গেছে।
আরও পড়ুন