ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ভাঙাচোরা রাস্তা আর খোঁড়াখুড়িতে রাজধানীর ভোগান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ০৯:৫২, ২৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ভাঙাচোরা রাস্তা আর খোঁড়াখুড়িতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের। ভুক্তভোগিদের মতে, একবার কোনো রাস্তা বা ড্রেন খোঁড়া হলে, তা মেরামতে নেয়া হয় দীর্ঘ সময়। ফলে দুর্ভোগ বাড়ে পথচারীদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। 

সামান্য বৃষ্টি হলেই পানিতে ঢেউ খেলে যায় রাজধানীর অনেক সড়কে। জলকাদায় মাখামাখি হয় ছোট-বড় সব যানবাহন। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এছাড়া, বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি নগরবাসী ভোগান্তি আরো বাড়িয়েছে।
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের কাজ শুরু হয় ২০১৩ সালে। কথা ছিলো ২০১৫ সালের মধ্যে শেষ হবে নির্মাণ। তবে, এখনো শেষ হয়নি সেই কাজ। ফ্লাইওভারের নিচের রাস্তাও খানাখন্দে ভরা। ফলে ভোগান্তি বেড়েছে পথচারীদের।
এদিকে, ফ্লাইওভারের কাজের জন্য যেমন সংকুচিত হয়ে আছে রাস্তা, সেইসাথে যত্রতত্র গাড়ি পার্কিং আর ময়লার ডাস্টবিন রেখে রাস্তা দখল করা হয়েছে। ফলে ব্যস্ত রাস্তার অর্ধেক বন্ধ থাকায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট।
এছাড়া, রাজধানীর ধানমন্ডি, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় চলছে রাস্তা খোঁড়াখুড়ির কাজ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি