ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে : নাহিদ ইসলাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৩, ২৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে সেই দলকে আবার ক্ষমতায় আনার জন্য আশাবাদ ব্যক্ত করছে। তবে এ ধরনের কোনো ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ২০০৮ সালে দেখেছি, ভারত ও বিভিন্ন বৈদেশিক শক্তি কীভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এনেছিল। এবার যদি আবার সেই ধরনের কোনো পরিকল্পনা করা হয়, সেটি দেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করবে।

নাহিদ ইসলাম বলেন, ইনশাল্লাহ, এবারও জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিজয়ী করবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ।

তিনি আরও অভিযোগ করে বলেন, একটি দলের শীর্ষ এক নেতা বলেছেন, তাহাজ্জুতের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তারা তাহাজ্জুতের পর সিল মারার পরিকল্পনা করছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশের বীর কর্মীরাই এই ষড়যন্ত্র রুখে দেবে।

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহ প্রমুখ।

এ সময় দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক পদযাত্রায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি