ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

চাঁদা না দেওয়ায় ক্র্যাবের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাহেদ নামের একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কটিতে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তায় পার্ক ছিল। গাড়িগুলো আসার সময় চাঁদা দাবি করে বসে স্থানীয় সন্ত্রাসীরা।

এ সময় বাসে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রথমে তর্ক বাঁধে। পরে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রড, দেশীয় অস্ত্র দিয়ে একযোগে হামলা চালায়।

এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মহসিন, সাখাওয়াত কাওসার ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন। সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন তারা।

হামলার শিকার ব্যক্তিরা জানান, এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এমনকি গুলি করার হুমকিও দেন। তারা আরও উত্তেজিত হয়ে বাসে আগুন দেয়ার চেষ্টাও করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন, ঘটনার পরপর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় তারা আরও বেপরোয়াভাবে হামলা চালায়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ঘটনায় দুজনকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি