ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি রুদ্ধদ্বার পরামর্শসভা আয়োজন করতে যাচ্ছে। ইসলামাবাদ এই বিষয়ে জরুরি বৈঠকের আহ্বান জানানোর পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে পাকিস্তান ১৫ সদস্যবিশিষ্ট ক্ষমতাধর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে, আর চলতি মে মাসে পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।

নয়াদিল্লি থেকে পিটিআই জানায়, ইসলামাবাদ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে 'রুদ্ধ দ্বার পরামর্শ’ চেয়ে আবেদন জানায়, যার পরিপ্রেক্ষিতে গ্রিস আজ বিকালে এই বৈঠকটি আয়োজনের সময়সূচি ঠিক করে।

পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র - ছাড়াও দশটি অস্থায়ী সদস্য হলো: আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি ও নিরাপত্তা পরিষদের সভাপতি রাষ্ট্রদূত এভানজেলোস সেকেরিস বলেন, 'যদি কেউ বৈঠকের অনুরোধ করে, তাহলে সেটা হওয়া উচিত। কারণ মতামত প্রকাশের সুযোগ থাকলে সেটা হয়তো উত্তেজনা কিছুটা প্রশমিত করতেও সাহায্য করতে পারে।'

এদিকে, চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কাশ্মীর সীমান্তে ‘ব্ল্যাকআউট’ মহড়া চালিয়েছে ভারত। এছাড়া পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহও থামিয়ে দিচ্ছে নয়াদিল্লি। জানা গেছে, এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয় ইসলামাবাদ।

উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দেশ দুটির পাল্টাপাল্টি নানা পদক্ষেপে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। এর মধ্যে রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘণ্টার জন্য ‘ব্ল্যাকআউট মহড়া’ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এসময় বাসিন্দাদের সতর্ক করে আলো নিভিয়ে রাখতে বলা হয় পুরো এলাকায়। যুদ্ধকালীন সময়ে ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, বাগলিহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। জানা গেছে, একইভাবে কিশানগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে নয়াদিল্লি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সামরিক উসকানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন—সবই নিরাপত্তা পরিষদের আলোচনায় তোলা হবে।

গেল ২২ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারত দোষ চাপায় পাকিস্তানের ওপর। তবে, অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইসলামাবাদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি