ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ভারত সরকার পাঁচশো ও এক হাজার রুপির নোট বাতিল করায় ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব

প্রকাশিত : ১০:১২, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:১২, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সম্প্রতি ভারত সরকার পাঁচশো ও এক হাজার রুপির নোট বাতিল করায় ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব পড়েছে বাংলাদেশের স্থলবন্দরগুলোতে। আশংকাজনক হারে কমে গেছে আমদানি- রপ্তানি। এদিকে, ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে বেড়েছে পাঁচশো ও এক হাজার রুপির নোট কেনার পরিমান। হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিনশ’ পাসপোর্টধারী যাত্রী চিকিৎসা, ব্যবসা ও ভ্রমনের জন্য বাংলাদেশ ও ভারতে যাতায়াত করে। কিন্তু, সম্প্রতি ভারত সরকার পাঁচশো ও এক হাজার রুপির নোট বাতিল করায়, ভারতে গিয়ে বিপাকে পড়তে হয় এ’সব ভ্রমণকারীকে। আর জটিলতার কারণে ভারতে যাওয়া মানুষের সংখ্যা কমেছে বলে জানালেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের কর্মকর্তা। একই চিত্র দেশের আরেকটি স্থলবন্দর বেনাপোলেও। অনেকে চিকিৎসা করাতে গিয়ে বিড়ম্বনার কারণে ফিরে এসেছেন। এদিকে, বাংলাদেশে অনেকের কাছে থাকা পাঁচশো ও এক হাজার রুপির নোট বিক্রির জন্য ভিড় বেড়েছে মানি এক্সচেঞ্জ গুলোতে। রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে একশো রুপির বিনিময়ে পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭২ টাকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি