ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভারতে বিটিভি’র সম্প্রচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতে ডিস ফ্রি আর্ট টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম-ডিডি’র মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র অনুষ্ঠান সম্প্রচার চালু করেছে। আজ সকাল থেকে এই সম্প্রচার শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রী পরিষদ সভায় এবিষয়ে জানানো হয়েছে। সভা শেষে এক প্রেস ব্রিফিং এ মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান।

তিনি বলেন, “ভারত তাদের জাতীয় টেলিভিশন ‘দূরদর্শনের মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার চালু করবে মর্মে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬-৭ জুনে ভারত সফরকালে এই চুক্তি স্বাক্ষর করেন।”

ভারতের ডিস ফ্রি আর্ট টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম-ডিডি’র মাধ্যমে স্থানীয় সময় আজ সকাল ৯টা থেকে বিটিভি’র অনুষ্ঠান সম্প্রচার চালু হয়।

এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নগরীর রামপুরার বিটিভি’র অডিটোরিয়ামে আজ বিকেল ৩টায় এই অনুষ্ঠান সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি