ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ভারি বর্ষণের সতর্ক বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৬:৪৮, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও-কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ বিভাগসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৪ ও নেত্রকোনায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ দুপুর থেকে রাজধানী ঢাকার উত্তরাসহ অন্যান্য এলাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। আগামীকাল দুপুরবেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আসছে তিন দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি