ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভার্চুয়াল আদালতে ১৫ দিনে সাড়ে ২৭ হাজার জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৬ জুন ২০২০

সারাদেশে ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ১৫ কার্যদিবসে আবেদনের শুনানি শেষে ২৭ হাজার ৭৮০ জন আসামি জামিন পেয়েছেন। এ সময়ে ৪৭ হাজার ৬২৭টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সুপ্রিমকোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এর মধ্যে প্রথম ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি শুনানি শেষে ২০ হাজার ৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়। আর ঈদের পর গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত মাত্র ৫ দিনে জামিন পান ৬ হাজার ৫৪২ জন আসামি। আর এ সময়ে শুনানি নিষ্পত্তি হয়েছে ১৪ হাজার ৩৪০টি। 

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দেয় সুপ্রিমকোর্ট প্রশাসন। পরে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালু হয়।

সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, ‘গত ১২ মে থেকে গত ২০ মে পর্যন্ত দেশে শিশু উন্নয়ন কেন্দ্রসমুহ থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ২৪৭ জন শিশুর জমিন হয়েছে। জামিন শেষে তাদেরকে অভিভাবকদের হাতে দেয়া হয়।’

এর আগে মহামারি করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। 

সূত্রঃ বাসস 

এআই//


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি