ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভার্চুয়াল কোর্টে সারাদেশে ১০১৩ আসামির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ১৩ মে ২০২০ | আপডেট: ২১:২১, ১৩ মে ২০২০

নিম্ন আদালতে আজ সারাদেশে ভার্চুয়াল কোর্ট ১০১৩ জন আসামির জামিন মঞ্জুর করেছেন। বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচার কাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

সে অনুযায়ী দেশের সব অধস্ত আদালতে ভার্চুয়াল জামিন আবেদনের শুনানি শুরু হয়। গতকালও সারাদেশে অধস্তন আদালতে ১৪৪ আসামির জামিন মঞ্জুর হয়।

এর আগে, গত ৯ মে আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ফলে ভিডিও কনফারেন্সসহ ভার্চুয়াল মাধ্যমে আদালত পরিচালনার পথ খুলে যায়। এতে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানকালে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারবেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি