ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ভার্চুয়ালি সংসদে যোগ দেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর ‘না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোন মহামারীর সময়ে প্রাণঘাতি এ ভাইরাসের ঝুঁকি থেকে বাঁচতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তাবে অসম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁর এই প্রস্তাব প্রধানমন্ত্রী নকোচ করে দিয়ে বলেছেন, ‘জন্ম যখন হয়েছে মরতেই হবে।’ চিরন্তন এ সত্য তুলে ধরে দেশের মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন শেখ হাসিনা।

বুধবার সংসদে তোলা শোক প্রস্তাবের আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য রাঙ্গাঁ করোনা ভাইরাস পরিস্থিতিতে কয়েকটি উন্নত দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্লামেন্ট অধিবেশন পরিচালনার কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন তাকে শোক প্রস্তাবের ওপর কথা বলার জন্য তাগাদা দেন। পরে শোক প্রস্তাবের ওপর আলোচনায় শেখ হাসিনা রাঙ্গার প্রস্তাব নাকচ করে দেন। নিজের জীবন নিয়ে কোনো চিন্তা করেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জন্ম যখন হয়েছে মরতেই হবে। তাই গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, করোনাভাইরাসে মরি, অসুস্থ হয়ে মরি। এখন কথা বলতে বলতেও মরে যেতে পারি। মৃত্যু যখন অবধারিত তখন মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় কখনও পাইনি, পাব না। আল্লাহ জীবন দিয়েছে জীবন আল্লাহ একদিন নিয়ে যাবে- এটাই আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আল্লাহ মানুষকে কিছু কাজ দেয় সেই কাজটুকু করতে হবে। আল্লাহ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে। যতক্ষণ এই কাজটুকু শেষ না হবে ততক্ষণ কাজ করে যাব। কাজ শেষে আমিও চলে যাব। এ নিয়ে চিন্তার কিছু নেই। আমি এখানে (বাংলাদেশে) বেঁচে থাকার জন্য আসিনি। জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ভয়ের কী আছে?’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি