ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভালো কাজ করায় প্রতিষ্ঠানের ১০০ কর্মীকে গাড়ি উপহার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ১৩ এপ্রিল ২০২২

সরকারি-বেসরকারি সংস্থার কর্মীদের কাজে উৎসাহ দিতে পুরস্কার, ইনসেনটিভ দেওয়ার চল বহুদিনের। সরকারি কর্মীরা বোনাস, ডি এ পান। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা বেসরকারি কোম্পানিরা কর্মীদের বোনাস তো বটেই, উপরন্তু বিদেশ ঘুরতে পাঠায়। 

দিনের পর দিন তাদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি থাকে তাতে। কিন্তু এবারে ভারতের চেন্নাইয়ের আইডিয়াজটুআইটি নামে একটি কোম্পানি নজির তৈরি করল তাদের ১০০ কর্মীকে ১০০টি মারুতি সুজুকি গাড়ি উপহার দিয়ে।

কোম্পানির ব্যবসায়িক বৃদ্ধি, আর্থিক সাফল্যে ওই কর্মীদের অবদান অতুলনীয়, জানিয়েছেন সংস্থার মার্কেটিং প্রধান হরি সুব্রহ্মণ্যম।

তিনি বলেছেন, "আমাদের সংস্থায় ৫০০ জন কর্মী। তাদের মধ্যে ১০ বছরের বেশি কাজ করেছেন, এমন ১০০ জনকে ১০০টা গাড়ি দিচ্ছি। আমরা যে সম্পদ অর্জন করেছি, তা কর্মীদের ফিরিয়ে দেব, এটাই আমাদের ভাবনা।"

সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান মুরলী বিবেকানন্দন আবার কর্মীদের গাড়ি দেওয়াকে উপহার বলতে চান না। তার বক্তব্য, কোম্পানিকে দাঁড় করানোর পিছনে বিরাট ভূমিকা পালন করে, নিজেদের পরিশ্রমের বিনিময়ে এটা অর্জন করেছেন ওরা, কোম্পানি ওদের গিফট করেনি।

বিবেকানন্দন বলেছেন, "সাত-আট বছর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কোম্পানি লাভের মুখ দেখলে তা কর্মীদের মধ্যে বিলিয়ে দেব। গাড়ি উপহার সবে শুরু। নিকট ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।"

গাড়ি গিফট পাওয়া কর্মীদের কথায়, সংস্থার থেকে উপহার পেতে সবসময় ভাল লাগে। প্রত্যেক বড় সাফল্যের সময় কোম্পানি আমাদের সঙ্গে সুখের মুহূর্ত শেয়ার করে। কোনওবার সোনার কয়েন, তো কোনওবার আই ফোন দিয়েছে। গাড়ি তো নিঃসন্দেহে বিরাট ব্যাপার। এমন প্রতিষ্ঠানের জন্যই তো কর্মীরা জান লড়িয়ে দেন, তাই না?

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি