ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

সালমান-সোনাক্ষীর গোপন বিয়ের ছবি! রহস্য কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২ মার্চ ২০২২

দীর্ঘ সময় ধরেই বলিউডের অন্যতম সেরা অভিনেতা ভাইজান খ্যাত সালমান খান। বিশ্বজুড়েই রয়েছে তার লক্ষ লক্ষ অনুরাগী, বিশেষ করে লক্ষ লক্ষ তরুণীর স্বপ্নের পুরুষ তিনি। ৫৬ বছর বয়সেও নিজের করিশ্মা আর চার্মিং স্বভাবের গুণে তরুণীদের পছন্দের তালিকায় সবার উপরেই রয়েছেন ভাইজান। তাতে আবার দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলারও তিনি।

বিয়ে নিয়ে মনেহয় ভাইজানের বিশেষ অ্যালার্জি। তবে সম্প্রতি ভাইজানের একটি ছবি  খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সালমান আর সোনাক্ষী সিনহার বিয়ের মুহূর্ত। 

ছবিতে দেখা যাচ্ছে ভালোবেসে সালমান আংটি পরিয়ে দিচ্ছেন সোনাক্ষী সিনহার হাতে। ফরমাল পোশাকেই দেখা গেল সালমানকে। আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি।

ছবি দেখে সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন ভাইজান আর সোনাক্ষীকে। 

আবার অনেক নারী অনুরাগীর হৃদয়ে কম্পনও উঠেছে স্বপ্নের পুরুষের বিয়ের ছবি দেখে। 

তবে পরে জানা যায় এই ছবিটি ফোটোশপ করা। ভাইজানেরই কোনও এক ফ্যানপেজ থেকে এটি শেয়ার করা হয়েছে। আসলে ভাইজানকে বিয়ের সাজে দেখার অধীর অপেক্ষা থেকেই নাকি করা হয়েছে এই কাজ।

প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা বলিউডে পা রাখেন সালমান খানের হাত ধরেই। ‘দাবাং’ সিরিজে একসাথে কাজ করেছেন তারা। এমনকী, দু'জনরে জুটিও খুব পছন্দ দর্শকদের। 

সূত্রঃ হিন্দস্থান টাইমস

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি