ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় মামলা দায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২৭ মে ২০১৭ | আপডেট: ১৪:১৯, ২৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার মোট আসামি প্রায় দেড়শ’ জন। তাদের বিরুদ্ধে নয়টি অভিযোগ আনা হয়েছে; এর মধ্যে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।
বৃহষ্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারণ করা হয় এই ভাস্কর্য।
এর প্রতিবাদে রাত থেকেই শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ ৪ জনকে।
এ’ ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় লিটনসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪০ জনকে আসামি করা হয়েছে।
এর প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়ে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বাম প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি