ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ভিআইপি-সিআইপি-পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

যানবাহনের কাগজপত্র পরীক্ষার হাত থেকে বাঁচতে পারবেন না ভিআইপি (গুরুত্বপূর্ণ ব্যাক্তি), সিআইপিরাও (কমার্শিয়াল ইমপরটেন্ট পারসন)। রাজধানীর সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় নয়।

আজ শনিবার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

আইনের রক্ষক হয়ে হয়ে আইন ভাঙা যাবে না-এমন হুশিয়ারি উচ্চারণ করে ডিএমপি কমিশনার বলেন, একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।

সূত্রমতে, পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেছেন, রাজধানীতে যেখানে যত পুলিশ আছে, তল্লাশি চৌকি আছে, যেখানে যত পুলিশের অবস্থান আছে, সবাই গাড়ির কাগজপত্র পরীক্ষা করুন। পুলিশ কাগজপত্র পরীক্ষা করছে দেখলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তবে পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি