ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ভুল আসামি কারাগারে থাকার ঘটনায় হাইকোর্টে দুদকের দুঃখপ্রকাশ

প্রকাশিত : ১৩:০৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

টাকা আত্মসাতের অভিযোগসহ দুর্নীতির ৩৩ মামলায় ভুল আসামি কারাগারে থাকার ঘটনায় হাইকোর্টে দুঃখপ্রকাশ করেছেন দুদকের তদন্ত শাখার মহাপরিচালকসহ ৪ জন।


রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে দুদকের তদন্ত শাখার মহাপরিচালকসহ ৪ জন ভুল আসামি কারাগারে থাকার বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন। হাইকোর্টে তলবপ্রাপ্ত চারজন হলেন- দুদকের মহাপরিচালক, মামলার তদন্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের দুজন কর্মকর্তা। তাদের মধ্যে আরও ছিলেন স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ বেলাল হোসেন, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মুশফিকুল ইসলাম।

এ সময় হাইকোর্ট বলেন, পুলিশের তদন্ত থেকে দুদকের তদন্ত ভিন্ন। দুদকের তদন্তে এ ধরনের ভুলের সুযোগ কোথায়, এমন প্রশ্নও তোলেন হাইকোর্ট।

এর আগে ২৮ জানুয়ারি সোমবার টাকা আত্মসাতের অভিযোগসহ ৩৩ মামলায় ভুল একজন আসামিকে তিন বছর কারাগারে রাখায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার মহাপরিচালকসহ চারজনকে তলব করে হাইকোর্ট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি