ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ভূরুঙ্গামারীতে সীমান্তহাট স্থাপনে বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২২, ১৭ জানুয়ারি ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে প্রস্তাবিত সীমান্তহাটের জায়গা পরিদর্শন ও দু’দেশের জেলা প্রশাসকদ্বয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে ১০০২ নং পিলারের সন্নিকটে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন ও ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার জেলা প্রশাসক অনন্ত লাল নেতৃত্ব দেন। 

এসময় বাংলাদেশের পক্ষে ছিলেন কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্ণেল জামাল হোসাইন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, এডিএম জিলুফার ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১১০ কোম্পানির সেকেন্ড ইনচার্জ ডিবি নাগ, এ টালহা এডিসি ধুবড়ি ও আগমনি বিএসএফের সিও চিরঞ্জিত দাস প্রমুখ। 

বৈঠকে উভয় পক্ষ ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ও আসামের ধুবড়ি জেলার ছত্রশাল সীমান্তে সীমান্ত হাট স্থাপনে  সম্মত হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি