ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন ২১ নভেম্বরের মধ্যে
প্রকাশিত : ২২:২৯, ১৭ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধিত ১১৮ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে আগামী ২১ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে। আজ শনিবার নির্বাচন কমিশন এর সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক এ কথা জানিয়েছে। তিনি বলেন,‘আগামী ২১ নভেম্বরের মধ্যে নিবন্ধিত পর্যবেক্ষণ সংস্থাকে আবেদন করতে হবে। আবেদনপত্রে কোথায়, কতজন নিয়োজিত থাকবে তা উল্লেখ করতে হবে।
ইসি সূত্র জানায়, সর্বশেষ দশম সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকায় পর্যবেক্ষকও কম ছিল। এবার একাদশ সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণে ভোটের পরিবেশের মধ্যে পর্যবেক্ষকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এর আগে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ৫৯৩ জন বিদেশি ও ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন স্থানীয়, ২০০১ সালে ২২৫ জন বিদেশি ও দেশি ২ লাখ ১৮ হাজার জন, ১৯৯৬ সালে প্রায় ৪০ হাজার দেশি ও বিদেশি ২৬৫ জন এবং ১৯৯১ সালে ৩০ হাজার দেশি ও ৫৯ জন বিদেশি ভোট পর্যবেক্ষণ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
ইসি সূত্র জানায়,পর্যবেক্ষক সংস্থাকে নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্ট ১১৮টি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২০ নভেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্রিফিং করবেন। এতে সংস্থাগুলোকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হবে।
টিআর/
আরও পড়ুন