ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ভোটার তালিকা প্রকাশ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকার সিডি আজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিডি প্রকাশ করে মাঠপর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন সাড়ে ১০ কোটি ভোটার। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত ১০ কোটি ৪১ লাখ ভোটারের সঙ্গে নতুন আরও প্রায় ৯ লাখ ভোটার যুক্ত হচ্ছে। এছাড়া তালিকা থেকে মৃত ভোটার বাদ দেবে ইসি।

জানা গেছে, ইসি যে ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে সেখানে সিটি করপোরেশ এলাকার আসনগুলোতে ভোটার সংখ্যা বেশি থাকবে। সংসদীয় আসনের সীমানা ও জনসংখ্যার তারতম্যর কারণে আসনগুলোতে বড় ধরনের ভোটার সংখ্যায় তারতম্য আসছে।

অন্যদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ৬৫৭টি। ভোটকক্ষ (বুথ) দুই লাখ ৯ হাজার ৪১৮টি। এছাড়া ৩০ অক্টোবরের পর যে কোনও দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি