ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ভোটের অধিকার ফিরে পাওয়াই এখ চ্যলেঞ্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৭, ২৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মানুষের গণতান্ত্রিক অধিকার আর ভোটের অধিকার ফিরে পাওয়াই এখ চ্যলেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
চট্টগ্রামে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তারা মন্তব্য করেন। সকালে নগরীর মেহেদীবাগের বাসায় এলাকাবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সময়ে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসায় শুভেচ্ছা বিনিময় করেন আবদুল্লাহ আল নোমান। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে সরকার আগামী নির্বাচনের উদ্যোগ নেবে বলে আশা করেন তারা। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার আদায় করবে বলেও জানান বিএনপি নেতারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি