ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ভোটের দিন বন্ধ থাকবে অফিস আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৫, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর (রোববার) আদালত বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন থেকে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিসে আদেশে একথা বলা হয়েছে।

এবিষয়ে এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ দল এ নির্বাচনে অংশ নিয়েছে। তবে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন না বলে বার বার ইসির কাছে অভিযোগ দিয়ে আসছে।

এদিকে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা দাবি করলেও তারই আরেক সহকর্মী নির্বাচন কমিশনার মাহবুব তালুকবার সোমবার প্রেস বিফ্রিং করে দাবি করেন, ভোটে সবার জন্য সমান সুযোগ নেই।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি