ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ভোটের মাঠ সরগরম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১৫, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রতীক বরাদ্দের পর এখন সরগরম ভোটের মাঠ। জোরেসোরে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার, রাস্তা-ঘাট। প্রার্থীদের সমর্থনে চলছে মাইকিং। এদিকে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের হিসেব-নিকেশে ব্যস্ত ভোটাররাও।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের।

সিরাজগঞ্জের ৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৩১ জন প্রার্থী লড়ছেন ভোটযুদ্ধে। হাট-বাজারে ঘুরে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আর জনগনের পাশে নিবেদিত থাকার আশ্বাস বিএনপি প্রার্থীর।

তাঁত শিল্প ও কৃষি নির্ভর সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে ভোটার ২২ লাখ ৭ হাজার ৮৪০ জন।  কাঙ্খিত উন্নয়নের লক্ষে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করতে চান তারা।

ঠাকুরগাঁওয়ে প্রার্থীদের পোস্টার-ব্যানারে সয়লাব সবগুলো নির্বাচনী এলাকা। চারদিকে ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ।

গাজীপুরে পাঁচ আসনে প্রার্থী ৩২জন। আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীদের ঘিরেই চলছে আলোচনা-সমালোচনা। তবে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি