ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ভোটের মাঠে মাশরাফির স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি ভোটের মাঠে নেমেছেন। তিনি নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়েছেন।

সোমবার সুমনার বাবার বাড়ি নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী, কাশিপুর ইউনিয়নের গিলাতলা এবং লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকায় জনসাধারণের সঙ্গে উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট চান।     

এ সময় সুমনা হক সুমি ভোটারদের উদ্দেশে বলেন, মাশরাফি আপনাদেরই সন্তান। আর আপনাদের কথা ভেবেই সে নির্বাচনে অংশ নিয়েছে। আপনারা তার জন্য কাজ করে পাশে থাকবেন। সে সব সময় মানুষের পাশে থাকতে পছন্দ করে, আগামীতে সে আপনাদের সাথে থাকবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে সে নির্বাচন করছে। তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদেরই।  

সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য খশরুল আলম পলাশ, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, সুমির আত্মীয় নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি