ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ভোররাতে পুকুরে অজু করতে গিয়ে মিলল ৪ শিশুর লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৫ জুন ২০১৮ | আপডেট: ১০:১৪, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ একটি পুকুরে ভেসে উঠেছে। আজ মঙ্গলবার ভোররাতে সেহরির পর ফজরের অযু করতে গিয়ে মুসল্লিরা লাশগুলো ভাসতে দেখে। উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ঘটনা এটি।

মৃত শিশুরা হল- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান,

হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে ওই পুকুরে মুসুল্লিরা নামাজের জন্য অজু করতে গিয়ে লাশগুলো ভাসতে দেখেন। এর পরই তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।

এদিকে মৃত চার শিশুর লাশ দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে। একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/  এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি