ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ভোরে হাঁটতে গিয়ে বাম পায়ের হাড় ভেঙেছে মন্ত্রী মেননের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভোরে হাঁটাহাটির সময় সড়কে পিছলে পড়ে বাম পায়ের হাড় ভেঙে গেছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের। তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে পা পিছলে পড়ে যান তিনি।  

বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি বলেন, মন্ত্রী মহোদয় রোজ ভোরে হাঁটাহাটি করেন। প্রতিদিনের মতো আজ ভোরেও একা হাঁটতে বেরিয়েছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। মিন্টো রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে।

সঙ্গে সঙ্গেই সকাল ৮টার দিকে মন্ত্রী মহোদয়কে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি