ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

ভোরে হাটতে বেরিয়ে খুন যুবলীগ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তাফাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ অতরিক্তি পুলিশ সুপার মো. ফোরকান সকিদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বুধবার সকালে পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত যুবলীগ নেতা গোলাম মোস্তাফা পৌর এলাকার রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

অতরিক্তি পুলিশ সুপার মো. ফোরকান সিকদার জানান, বুধবার সকালে হাটাহাটি করে বাড়ি ফিরছিলেন যুবলীগ নেতা গোলাম মোস্তফা। সে রানীগ্রাম বাজার এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি