মইনুলের ডিভিশন নিয়ে আজ আদেশ
প্রকাশিত : ০৮:৩৬, ২৯ অক্টোবর ২০১৮

মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদন বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। তার সহধর্মিণী সাজু হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
মইনুলের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়েছে। কয়েক জায়গায় গ্রেফতারি পরোয়ানা জারিও হয়। কয়েকটি মামলায় তিনি আগাম জামিন নিয়েছেন। তবে তার বিরুদ্ধে এখনও মামলা হচ্ছে।
এসএ/
আরও পড়ুন