ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মঙ্গলবার নির্বাচন কমিশনে যাবেন ঐক্যফ্রন্টের ১০ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় তারা সাক্ষাৎ করতে যাবেন।    

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মঙ্গলবার বিকেলে সাক্ষাৎ করতে যাবে।’

এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতা জানান, নির্বাচন কমিশনকে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্য দেওয়া হবে।  

বৈঠকের বিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, বৈঠকের বিষয়ে আমার জানা নেই। বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আছে। তারপর এ বিষয়ে বলতে পারবো।  

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি