ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মঙ্গলবার সুপ্রিমকোর্টে যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সুপ্রিমকোর্টে যাচ্ছেন। এরই মধ্যে অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন সোমবার এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় সুপ্রিমকোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনাসভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি