ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মহাকাশে রাত কাটাতে খরচ ২৫০ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়ান মহাকাশ এজেন্সি ‘রসকসমস’ মহাকাশে বিলাসবহুল একটি হোটেল নির্মাণ করতে যাচ্ছে।

সবকিছু ঠিকঠাকভাবে এগুলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে প্রথম বিলাসবহুল হোটেল।

বেশ কয়েক বছর আগে থেকেই রাশিয়া এর তোড়জোড় শুরু করে দিয়েছে। মূলত মহাকাশে ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্যই এই হোটেলের ব্যবস্থা।

হোটেলে থাকার খরচ শুনলে চোখ যেনো কপালে না উঠে আপনার। এখরচ পড়বে ৪০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় হবে ২৫০ কোটি টাকারও বেশি।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ সংক্রান্ত পরিকল্পনা আরও একবার পর্যালোচনা করতে বসেছে রাশিয়ান মহাকাশ এজেন্সি `রসকসমস`।

পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ যোগ হবে `লাক্সারি অরবিটাল স্যুট`। সেখানে `পোর্টহোল`সহ থাকবে একাধিক প্রাইভেট কেবিন। কেবিনে বসে এই পোর্টহোল দিয়ে দেখা যাবে পৃথিবী। মহাকাশে হেঁটে-চলে বেড়ানোরও ব্যবস্থা থাকবে।

সূত্র: ইন্ডিয়াটাইমস

একে/এএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি