ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

গাইবান্ধা-৩ আসনে ভোট চলছে

মহাজোটই একে অন্যের প্রতিপক্ষ

প্রকাশিত : ০৯:০৮, ২৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:১৯, ২৭ জানুয়ারি ২০১৯

পুনঃতফসিল ঘোষিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিজয়ী হতে মাঠে আছেন পাঁচ প্রার্থী। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের তিন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সবাই ধারণা করছেন।

মহাজোট থেকে আসনটি উন্মুক্ত থাকায় এখানে আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার ও জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করছেন। ফলে এ আসনে মহাজোটই একে অন্যের প্রতিপক্ষ। অন্য দুই প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু এবং স্বতন্ত্র আবু জাফর মো. জাহিদ নিউ।

দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, বিজিবি ও র‌্যাব ২০ প্লাটুন করে এবং ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

সাদুল্যাপুর উপজেলার ১১টি ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসন। এখানে ১৩২টি ভোটকেন্দ্র আছে। নিরাপত্তায় আছেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন উপলক্ষে আজ রোববার দুই উপজেলায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সরকারি-বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসনটি ছয়বার জাতীয় পার্টির দখলে ছিল। তাই আসনটি আবার ফিরে পেতে মরিয়া দলটি। এবার জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে তাদের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার দিলারা খন্দকারকে। বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে বিজয়ী হয়ে আসনটি পল্লীবন্ধু এরশাদকে উপহার দেওয়া হবে।

দীর্ঘদিন পর দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হন আওয়ামী লীগের ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি আবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। ইউনুস আলী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ ফের নৌকায় ভোট দেবে।

এ আসনে প্রথমবারের মতো বিজয়ী হতে চান জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি। বয়সে তরুণ খুদি বলেন, মানুষ এখন চায় নতুন নেতৃত্ব। সেই নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।

২০ ডিসেম্বর এ আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট সমর্থিত জাতীয় পার্টির (জাফর) প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হয়। ফলে আসনটির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি