মহান বিজয় দিবস ও প্রাক-বড়দিন উপলক্ষে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা
প্রকাশিত : ১৬:১৭, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১৮, ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস ও প্রাক-বড়দিন উপলক্ষে জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., ঢাকার বি.কে. গুড কনফারেন্স হলে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মি. নির্মল রোজারিও বলেন, মুক্তিযুদ্ধের বিজয় চেতনা ও বড়দিনের শিক্ষা একই সুরে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কথা বলে। এই দুই উপলক্ষকে একত্রে উদযাপনের মধ্য দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আলোচনায় অবসরপ্রাপ্ত বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, বলেন— বহুত্ববাদী বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের সংস্কৃতি বজায় রাখাই সময়ের দাবি।
বড়দিনের তাৎপর্য তুলে ধরে ফাদার সৃজন এসজে বলেন, বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ক্ষমা, শান্তি ও ভালোবাসার সার্বজনীন আহ্বান, যা ব্যক্তি ও সমাজ—উভয় পর্যায়েই চর্চা করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ। তিনি বলেন, বিজয় দিবস ও বড়দিনের মতো উপলক্ষগুলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্ববাদী সমাজব্যবস্থার শক্ত ভিত্তিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অনুষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান ড. বিমান চন্দ্র বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ধরনের সম্মিলিত আয়োজন সামাজিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জনাব খায়রুজ্জামান কামাল বলেন, জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
এছাড়া দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., ঢাকার প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা পর্বের মাঝে বড়দিন উপলক্ষে কেক কাটা হয়। একই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে বড়দিনের কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










