ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মহামায়ায় ঢল নেমেছে পর্যটকের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০১, ২৬ এপ্রিল ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ঈদের ৪র্থ দিনে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। 

বুধবার (২৬ এপ্রিল) সকালে পর্যটকদের আনাগোনায় চিরচেনা রূপে ফিরেছে মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। 

ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় রেকর্ড পরিমাণ পর্যটকদের সমাগম ঘটেছে।  পর্যটকদের নিরাপত্তায় পার্কের ইজারাদার কমিটির সদস্যরাসহ থানা পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

ঈদের চলমান ছুটিতে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় সপ্তাহজুড়ে থাকবে বলে ধারণা করছেন পার্কের ব্যবসায়ী ও বোটচালকরা। তারা বলছে, প্রকৃতির এই অপার সৌন্দর্য্য কাছে ডাকে পর্যটকদের। প্রতি বছর ঈদের ছুটিতে প্রকৃতির এই সৌন্দর্য্য দেখতে হাজারো পর্যটক ছুটে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। 

মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. নাজিম উদ্দিন একুশে টেলিভিশনকে বলেন, মহামায়া খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এখানে একই স্থানে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ড্যাম। পাহাড়ের কোলে লেকটির আঁকাবাঁকা অবয়ব অপরুপ সুন্দর। ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝে অবস্থিত এই লেক। লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝরণা ও স্বচ্ছ পানি। মহামায়া লেকের নীল জলরশিতে কায়াকিং করতে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে।

এদিকে, ঈদুল ফিতরের পরদিন থেকে মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ব্যাপক পর্যটকের আগমন ছিল লক্ষণীয়। পার্কে পর্যটকদের জন্য হোটেলের ব্যবস্থা না থাকায় অনেককে উপজেলার বারইয়ারহাট পৌরসভার আবাসিক হোটেলগুলোতে উঠতে দেখা গেছে।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে যে কোন খারাপ পরিস্থিতি এড়াতে জোরারগঞ্জ থানা পুলিশ সবসময়ই সতর্ক রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি