ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মহাসড়কে ইজিবাইক বন্ধ, অলিগলিতে চলতে বাধা নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪৭, ৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

মহাসড়কে ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে অলিগলিতে চালাতে বাধা নেই। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে আদালত।

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে গেল ১৫ ডিসেম্বর সব সড়ক-মহাসড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

সে রায় সংশোধন করে নতুন আদেশ দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টকে মামলার রুল দ্রুত শুনানীর নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি