ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার

প্রকাশিত : ১৫:২৮, ২২ জানুয়ারি ২০১৯

প্রধান তথ্য অফিসার কামরুন নাহারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে প্রেষণে রাষ্ট্রপতির দশ শতাংশ কোটায় এই দায়িত্ব দেওয়া হয়েছে।

৫৭ বছর বয়সী কামরুন নাহারের চাকরির মেয়াদ আছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। অবসরোত্তর ছুটি শুরুর আগে তাকে নিজের ক্যাডারে ফিরে আসতে হবে।

বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে কামরুন নাহারকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। ওই পদে দায়িত্বে তিনিই দেশের প্রথম নারী।

উল্লেখ্য, কামরুন নাহারের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৮৩ সালে মাস্টার্স করার পর তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা করেন। তার স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে কামরুন নাহার দুই পুত্র সন্তানের মা।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি