ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

মাইকে প্রচারের পাশাপাশি চলছে নানান প্রতিশ্রুতি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রাচার-প্রচারণার ততই বাড়ছে। হিসেব মিলাতে ব্যস্ত হয়ে প্রার্থীরা। মিছিল-মিটিং আর মাইকে প্রচারের পাশাপাশি চলছে নানান প্রতিশ্র“তি দেয়া। কোথাও কোথাও প্রার্থীদের মরয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।

ঘনিয়ে আসছে ভোটের দিন। দিন-রাত ভুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে রাজশাহীর উন্নয়নে ৪৪ দফা অঙ্গিকার করেছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। আর নির্যাতন হয়রানির অভিযোগ তুলে সেনা মোতায়েনের পর পরিস্থিতির উন্নতির আশা বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু।

খুলনায় প্রচারের ব্যস্ত আওয়ামী লীগ আর বিএনপির প্রার্থী। 

বরিশাল নগরীর চকবাজার রোড এলাকায় সংযোগ করেন মহাে প্রার্থী জাহিদ ফারুক শামিম। পেট রোড এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচারণা চলাচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

নীলফামারী-৪ আসনে লাঙ্গল প্রতিকে ভোট চাইছেন মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান। করছেন উঠোন বৈঠক, পথসভা আর কর্মীসভা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি