ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল এলেন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫৭, ১৮ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহকারী প্রতিষ্ঠাতা পল এলেন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার ৬৫ বছর বয়সে রক্তে লিম্ফোমার সমস্যার কারণে তিনি মারা যান।  

তার মৃত্যুতে বিল গেটস বলেন, পল এলেনের মৃত্যুতে আমার হৃদয় ভেঙ্গে গেছে। তিনি আমার সবচেয়ে কাছের একজন মনুষ ছিলেন। তাকে ছাড়া কম্পিউটার জগতে এত বিপ্লব ঘটানো সম্ভব হতো না।

তার সংকর্মীরা এক বিবৃতিতে জানায়, এই মৃত্যু প্রযুক্তি জগৎসহ আমাদের জন্য একটি বড় ধরণের ক্ষতি। প্রযুক্তি জগতে তিনি যে অবদান রেখে গেছেন তার জন্য আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 

সহজ সরল জীবন-যাপন, দায়িত্ববোধ এবং পরিবার ও বন্ধুদেরকে সময় দেওয়াসহ প্রতিটি কাজে তিনি আন্তরিক  ছিলেন বলে জানান তারা।

স্কুল জীবন থেকে পল এলেন এবং বিল গেটস পরস্পর বন্ধু। তারা ১৯৭৫ সালে যৌতভাবে এই মাইক্রোসফট কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি